Bardhaman : DPL হাসপাতালে বন্ধ , প্রতিবাদে হাসপাতাল সামনে BMS ও BJP এর বিক্ষোভ |
Bardhaman : DPL হাসপাতালে বন্ধ , প্রতিবাদে হাসপাতাল সামনে BMS ও BJP এর বিক্ষোভ |
রাজ্য সরকার অধীনস্থ ডিপিএল কারখানার নিজস্ব হাসপাতালে ইন-ডোর বন্ধ। জরুরী বিভাগে সর্বাধিক ৪ ঘন্টা পর্যন্ত এক রোগী রাখা নির্দেশিকা দেওয়া! এসব কৌশল হাসপাতাল বন্ধ করার পদ্ধতি এমনই অভিযোগ তুলে হাসপাতালে গেটের সামনে প্রতিবাদে নামে BMS ও BJP। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের নেতৃত্বে আজ শনিবার ডিপিএল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি ও বিএমএস কর্মী সর্মথকেরা। এই নির্দেশিকার জের সমস্যায় পড়েছে বলে দাবি কর্মীদের একাংশ। যদিও ডিপিএল কর্তৃপক্ষ এর দাবি, শ্রমিক স্বার্থে যা হওয়ার সেইটাই করা হয়েছে। সূত্রের খবর, ডিপিএল হাসপাতাল ১২০ বেডের একটি হাসপাতাল। আগে প্রায় ২০ জনের অধিক চিকিৎসক থাকতেন হাসপাতালে। এখন বর্তমানে ২ জন চিকিৎসক ও ৯ জন নার্স রয়েছে। পাশাপাশি আরও ২ জন পার্ট টাইম চিকিৎসক রয়েছে।
এর জেরে চিকিৎসার মান আগের তুলনায় অনেকটাই কমেছে। কটাক্ষ করেছে বিরোধী দল তৃণমূল-সিপিএম নেতৃত্ব। #newstoday #newsvideo #curentaffairs #bardhaman @ubanglatvofficial
What's Your Reaction?