MUM to GOA : মাত্র ৭ ঘণ্টা ৫০ মিনিটেই মুম্বই থেকে পৌঁছে যাওয়া যাবে গোয়া৷
MUM to GOA : মাত্র ৭ ঘণ্টা ৫০ মিনিটেই মুম্বই থেকে পৌঁছে যাওয়া যাবে গোয়া৷
মাত্র ৭ ঘণ্টা ৫০ মিনিটেই মুম্বই থেকে পৌঁছে যাওয়া যাবে গোয়া৷ ট্রেনের গতিবেগ হবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেসই হবে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং মাদগাঁও-এর মধ্যবর্তী এযাবৎকালের সবচেয়ে দ্রুতগামী ট্রেন৷ উভয় দিক থেকে ৭ ঘণ্টা ৫০ মিনিটে অতিক্রম করবে ৫৮৬ কিলোমিটার দূরত্ব।আগামী শনিবার উদ্বোধন হতে চলেছে ট্রেনটি৷ ট্রেনটির দাদার, থানে, পানভেল, খেদ, রত্নাগিরি, কানকাভলি এবং থিভিমে সাতটি বাণিজ্যিক স্টপ থাকবে। প্রযুক্তিগত কারণে রোহাতেও ট্রেনটির থামার অনুমতি রয়েছে, তবে সেখানে বোর্ডিং এবং ডিবোর্ডিংয়ের অনুমতি দেওয়া হবে না।আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ১১টা নাগাদ ট্রেনটির যাত্রার সূচনা করবেন। এই বন্দে ভারত চালু হলে, গোটা ভারতে মোট চালু বন্দে ভারত ট্রেনের সংখ্যা হবে ১৯। #newstoday #newsvideo #curentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?