Bardhaman : ভিড়ে ঠাসা চৈত্র সেলের বাজার : U Bangla TV
Bardhaman : ভিড়ে ঠাসা চৈত্র সেলের বাজার : U Bangla TV
ভিড়ে ঠাসা চৈত্র সেলের বাজার । ক্রেতা -বিক্রেতার সমাগমে বিকেল থেকে জমজমাট বর্ধমানের উৎসব মাঠ । এই চৈত্র সেলের বাজারের উদ্যোক্তা পুর কর্তৃপক্ষ এবং বিধায়ক স্বয়ং । কিন্তু নেই কোনও অগ্নি নির্বাপনের ব্যবস্থা । নেই অগ্নি নির্বাপন দফতরের অনুমতিও । পুর কর্তৃপক্ষের বক্তব্য স্থান নির্বাচন নিয়ে দ্বিধা ছিল । তা কাটিয়ে টাউন হলের পরিবর্তে বাঁকার মাঠে চৈত্র সেলের বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়ার পর আর সময় ছিল না । ফলে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা করা যায় নি । অগ্নিনির্বাপক কেন্দ্রের অনুমতি বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বর্ধমান পুরসভার উদ্যোগে বাঁকার মাঠে যে চৈত্র সেল চলছে প্রায় এক মাস ধরে, সেখানে কোনও দুর্ঘটনা হলে দায় কার । সেই উত্তরও জানা নেই । তবে ভিড়ে ঠাসা চৈত্র সেলের মেলায় চলছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আগুন জ্বেলে চায়ের স্টল । স্টল প্রতি আট হাজার টাকা করে নেওয়া হলেও পুরসভার পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা । ব্যবসাও তেমন ভালো হচ্ছে না বলে জানিয়েছেন স্টল মালিকেরা । আগে চৈত্র সেল বসতো বিসিরোডে ব্যবসায়ীদের দোকানের সামনে ফুটপাতে । ক্রেতা বিক্রেতাদের সমাগমে যানজটে সমস্যা এড়াতে বর্ধমান পুরসভার উদ্যোগে গত বছর বিসিরোড থেকে সরিয়ে প্রথমে টাউন হলে এবার তিনশোরও বেশি স্টল নিয়ে চৈত্র সেল চলছে বাঁকার মাঠে ।
What's Your Reaction?