Bardhaman : দোল পূর্ণিমায় বঙ্গে গতকাল রঙের উৎসব পালন হয়েছিল : U Bangla TV
Bardhaman : দোল পূর্ণিমায় বঙ্গে গতকাল রঙের উৎসব পালন হয়েছিল : U Bangla TV
দোল পূর্ণিমায় পশ্চিমবঙ্গে সোমবার রঙের উৎসব পালন হয়েছিল৷ কিন্তু এদিন দোল খেলে না বর্ধমান শহর ৷ পূর্ণিমার পরদিন দোল খেলা হয় এখানে ৷ এর নেপথ্যে রয়েছে রাজা মহতাবচাঁদের একটু অন্যরকম এক ভাবনা ৷ তাঁর বিশ্বাস ছিল, দেবতা আর মানুষ একই দিনে দোল খেলতে পারে না তাই একদিন পর অর্থাৎ এদিন দোলযাত্রা পালন হয়।প্রায় তিনশো বছর ধরে এই প্রথা চলে আসছে ৷ এর পিছনে আছে রাজার আধ্যাত্মকি ভাবনা ৷ বর্ধমানের মহারাজা তখন মহতাবচাঁদ ৷ বর্ধমান রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ ৷ রাজার ব্যক্তিগত মতামত, এই পূর্ণিমায় দেবতারা দোল খেলেন ৷ তাই এদিনটি মানুষের দোল খেলার জন্য নয় ৷ তারা পরের দিন দোল খেলবে ৷ এদিন মহতাবচাঁদ দেবতার উদ্দেশ্যে আবির নিবেদন করতেন ৷ ফলে ওই দিন রাজবাড়িতে কেউ আবির খেলতেন না ৷ তার পরেরদিন আবির খেলায় মেতে উঠত রাজপরিবার । পরবর্তীকালে রাজবাড়ির ঐতিহ্য মেনে বর্ধমানবাসীও দোলের পরদিন রঙ ও আবির খেলা শুরু করে।এখন একবিংশ শতক ৷ 2024 সালে রাজা নেই । নেই রাজার রাজপাট নেই সেই জাঁকজমক ৷ এখনও রাজার প্রচলিত রীতি মেনে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরে দেবতার উদ্দেশ্যে আবির নিবেদন করা হয় ৷ রাজাকে সম্মান জানিয়ে বর্ধমান শহরবাসীও এদিন রং না খেলে পরদিন উৎসব পালন করে ৷ এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের আয়োজনে কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে আবিরের রঙে মেতে উঠলেন।এদিন বর্ধমান কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে দোল যাত্রা শুরু হয় এবং কাঞ্চন নগর ও উদয়পল্লী এলাকা পরিক্রমা করে। #bardhaman #bardhamannews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?