Bankura : দূরত্বটা কমবেশী প্রায় ৯০০ কিলোমিটার রওনা হলেন অযোধ্যার পথে : U Bangla TV
Bankura : দূরত্বটা কমবেশী প্রায় ৯০০ কিলোমিটার রওনা হলেন অযোধ্যার পথে : U Bangla TV
দূরত্বটা কমবেশী প্রায় ৯০০ কিলোমিটার। দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরযূ তীরে অযোধ্যায় রামলালার দর্শণে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের আট যুবক। শীতের রোদ গায়ে মেখে গৈরিক পোশাকে লক্ষীবারেই তাঁরা রওনা হলেন অযোধ্যার পথে। চলতি বছরের জানুয়ারী মাসের ২২ তারিখ, রামভক্তদের কাছে স্মরণীয় একটি দিন, সে বিষয়ে কোন সন্দেহ নেই। ওই দিনই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটেছে। ঘরে ফিরেছেন 'রামলালা'। বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার তাঁরা বেরিয়ে পড়েছেন প্রভূর চরণ দর্শণে। এদিন ওই আট যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তে সুপুর মোড়ে হাজির এলাকার অসংখ্য মানুষ। ঢাক-ঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকেই। অভিভাবকদেরও দৃঢ় বিশ্বাস দীর্ঘ এই পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তাঁদের ছেলেদের কোন সমস্যা হবেনা। প্রভূর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করছেন তারা । পায়ে হেঁটে রামলালার দর্শণে যাওয়া যুবকরাও সব কিছু প্রভূ শ্রীরাম চন্দ্রের উপর সঁপে দিয়েছেন। যাত্রা পথে এখন 'রাম নাম'ই এখন ভরসা বলে তারা সকলেই জানিয়েছেন। #bankura #bankuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?