Paschim Medinipur : প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা প্রাথমিক বিদ্যালয় : U Bangla TV
Paschim Medinipur : প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা প্রাথমিক বিদ্যালয় : U Bangla TV
পড়ুয়াদের অভিনব পঠনপাঠন আলোয় ,কমছে স্কুলছুট, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় সেজেছে উঠেছে নতুন রূপে।শিক্ষকদের নেতৃত্বে স্কুলটিতে চালু করা হয়েছে এক অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের দেওয়ালগুলো জীবন্ত হয়ে উঠেছে নানা শিক্ষামূলক চিত্রে । স্কুলের মাঠে রয়েছে নানা ফুল, ফল ও ভেষজ গাছ। ছোট ছোট শিশুরা সেইসব গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারছে। পাশাপাশি স্কুলে উন্নত ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে অনলাইনে নানান শিক্ষামূলক ক্লাস নেওয়া হচ্ছে এবং সর্বক্ষণ নজরদারির জন্য রয়েছে সিসিটিভি পরিষেবা। প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে ১৩৭ জন পড়ুয়া এবং ৫জন শিক্ষক রয়েছেন।স্কুলটিতে প্রকৃতির বৈচিত্রকেও বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। মাছ চাষ এবং টবে সবজি , মাশরুম চাষ। পড়ুয়াদের মিড ডে মিলে থাকছে মাছ। পাশাপাশি হ্যাঙ্গিং গার্ডেন, ভার্টিক্যাল গার্ডেন ও ন্যাচারাল গার্ডেন তৈরীর পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে এই বিদ্যালয়। শিক্ষকদের আন্তরিক উদ্যোগ নজর কাড়ছে অভিভাবক ও কচিকাঁচাদের। এই সকল উদ্যোগের ফলে ডেবরা কুলডিহা ক্ষুদ্রমনি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্যান্য স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে দাঁড়িয়েছে।#school #education #banglanews #newstoday #bangladesh #viralnews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?