Assam : শব্দ প্রদর্শনের জন্য পড়াশোনা করতে পারছে না : U Bangla TV
Assam : শব্দ প্রদর্শনের জন্য পড়াশোনা করতে পারছে না : U Bangla TV
.অসমের সিপাঝাড়ে, চেঙ্গুলিয়াঝাড়ের ইট ভাটাতে মাটিকাটা ট্রাক্টর, জনজীবনে এনেছে চরম অশান্তি। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময়ে , শব্দ প্রদর্শনের ফলে পড়াশোনাতে বাধা সৃষ্টি করছে । সিপাঝাড়ের পাথরিঘাটে রাজস্ব চক্রের চঙ্গুলিয়াঝাড়ে দিনে রাতে ইট ভাটা গুলোতে মাটি কাটার ট্রাক্টর গুলোর কারনে ওই অঞ্চলের জনজীবন চরম অশান্তিতে ভুগছে। ধুলাবালির কবলে চোখ মেলতে পারছে না ওই অঞ্চলের শতাধিক পুরুষ মহিলা থেকে শুরু করে সকল জনগণ। তাই ওই অঞ্চলের জনগণ রাস্তায় বেরিয়ে এসে ট্র্যাকটা বন্ধ করে দিল । এবং বিপত্তি সেখানেই ঘটলো। ট্রাক্টর বন্ধ করার ফলে ওই অঞ্চলে হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়। ঐ অঞ্চলের সহস্র লোক বললেন ট্র্যাক্টর চালু হওয়ার ফলে পথের ধুলোবালি ঘরে প্রবেশ করে এবং তাদের ঘরের ভেতরে থাকাও খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । তার উপরে সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় চলছে এই শব্দ প্রদর্শন, তার জন্য পড়াশোনা করতে পারছে না বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। অপরদিকে রাতে এই মাটি কাটার শব্দ দূষণের ফলে ওই অঞ্চলের সকল জনগণের রাত জাগতে হচ্ছে বলে মন্তব্য করলেন এলাকাবাসী। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?