Assam : অসমের চাপরে সংরক্ষিত বনাঞ্চলে দুর্বৃত্তের কু-দৃষ্টি : U Bangla TV
Assam : অসমের চাপরে সংরক্ষিত বনাঞ্চলে দুর্বৃত্তের কু-দৃষ্টি : U Bangla TV
অসমের চাপরে সংরক্ষিত বনাঞ্চলে দুর্বৃত্তের কু-দৃষ্টি। এক রাতে কেটে নিয়ে গেল ৭ টি মূল্যবান শালগাছ। ধুবড়ি জেলার বহলপুর আঞ্চলিক বন আধিকারিকের কার্যালয়ের অন্তর্গত, কলোবাড়ির প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলে, কাল রাতে ৭ টি মূল্যবান শাল গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, প্রকৃতিপ্রেমী জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রাপ্ত সংবাদ মতে, বঙাইগাও আই ভেলি সংমন্ডল অধীনস্থ তথা বহলপুর আঞ্চলিক বন আধিকারিক এর কার্যালয়ের অন্তর্গত কলো বাড়ির প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতে একটি দুর্বৃত্ত দল ওই বনাঞ্চলে প্রবেশ করে ৭ টি মূল্যবান শাল গাছ কেটে ফেলে। অপরদিকে স্থানীয় প্রকৃতিপ্রেমী জনগণ, উক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে সকল জনগণ একত্রিত হয়ে বনাঞ্চলে প্রবেশ করে এবং সকল জনগণকে আসতে দেখে দুর্বৃত্ত বন ধ্বংসকারী শাল কাঠগুলো ফেলে রেখে চলে যায়। বহলপুর আঞ্চলিক বন আধিকারিকে এ সমস্ত ঘটনার সম্পর্কে অবগত করে। আঞ্চলিক বন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেটে রাখা গাছগুলো উদ্ধার করে আঞ্চলিক বন আধিকারিক এর কার্যালয়ে নিয়ে আসে। এবং ঘটনার সম্পর্কে বন বিভাগ দুষ্কৃতিকারীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?