Assam : মৈরাবাড়ি হাসপাতালে টর্চলাইট দিয়ে রোগীর চিকিৎসা প্রদান : U Bangla TV

Assam : মৈরাবাড়ি হাসপাতালে টর্চলাইট দিয়ে রোগীর চিকিৎসা প্রদান : U Bangla TV

Feb 4, 2024 - 14:46
 0  3

মৈরাবাড়ি গ্রামীণ হাসপাতালের আজব ঘটনা।। মোবাইলের টর্চ লাইট এবং মোমবাতি জ্বালিয়ে রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী তথা মরিগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কেশব মহন্তের স্বাস্থ্য বিভাগ দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে।।মৈরাবাড়ির এই হাসপাতালটি দেখুন কয়েকটি exclusive দৃশ্য দৃশ্য নাম্বার ১ - জটিল রোগে আক্রান্ত একটি ছোট শিশু মোবাইলের টর্চ লাইটের আলো জ্বালিয়ে স্যালাইন দেওয়ার চেষ্টা স্বাস্থ্যকর্মীর। দৃশ্য নাম্বার ২ - মোমবাতি জ্বালিয়ে রোগীকে ইনজেকশন দেওয়ার দৃশ্য দৃশ্য নাম্বার ৩ - এই হাসপাতালটিতে নেই বেডের উপরে কোন বেডশীট ,নাই কম্বল এই দৃশ্যটি দেখার সাথে সাথে আপনিও কি আমার মতন ভাবছেন ? এটি কি কেশব মহন্তের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের নমুনা। কাল রাতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকার ফলে মৈরাবাড়ি এই হাসপাতালে মোবাইলের টর্চ এবং মোমের আলো জ্বালিয়ে রোগীকে চিকিৎসা করার দৃশ্য তুলে ধরা হয়েছে অসীম সরকারের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের ছবি। সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগে লক্ষ লক্ষ টাকা যদি দিয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে হাসপাতালটিতে জেনারেটরের তেল ভরার টাকার অভাব হচ্ছে কিভাবে এই মুহূর্তে সচেতন মহলের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। রাজ্য সরকার যতই স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা বলুক না কেন এটি কিন্তু স্বাস্থ্য বিভাগের প্রকৃত উন্নয়নের নমুনা মৈরাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিকের অমনোযোগিতা এবং হাসপাতালের একাংশ কর্মচারীর গাফিলতির ফল ভুগতে লাগা হচ্ছে সাধারণ রোগীকে। বারংবার অভিযোগ দেওয়ার পরেও কুম্ভকর্ণ নিদ্রায় মগ্ন স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি একজন ভারপ্রাপ্ত চিকিৎসক নিজের ঘরের থেকে চা বানিয়ে হাসপাতালে নিয়ে খাওয়া-দাওয়ার করা ছাড়া কোন দায়িত্ব-কর্তব্য পালন করতে দেখা যায় না তাকে।। উল্লেখ্য যে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক আব্দুস সালেেমের অতি ঘনিষ্ঠ একজন দালালকে হাসপাতালটি পরিচালনা করার কাজে নিযুক্ত করার ফলে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে বিভিন্ন লোক অভিযোগ উত্থাপিত করে আসছে। এখন প্রশ্নটি হচ্ছে কার গাফিলতির জন্য রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগেও এই ধরনের ঘটনা অনেকবার সংঘটিত হয়েছে। তার উপরেও এই হাসপাতালের বিরুদ্ধে আছে, আরো কিছু অভিযোগ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে লাগে এই হাসপাতালে কিন্তু যদি কোন গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে সেই সময় দিতে হয় ১৫০০ থেকে ৩০০০ টাকা। এখন এই বিশেষ কথাটি হল এই প্রতিবেদনটি দেখার পর ঢাকঢোল বাজিয়ে থাকা সরকারের স্বাস্থ্য বিভাগ কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয়। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow