Assam : বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে শিলচরের কনকপুরের জনগণ : U Bangla TV

Assam : বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে শিলচরের কনকপুরের জনগণ : U Bangla TV

Feb 19, 2024 - 16:26
 0  2

বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কাছার জেলা শিলচরের কনকপুরের জনগণ। বিগত কয়েক মাস থেকে কাছার জেলা শিলচর শহরের গায়ে লেগে থাকা কনকপুরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে জনগণ। সকলে জানে জলের আরেক নাম জীবন কিন্তু শিলচর মহানগরীর কাছে লেগে থাকা কনকপুর গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কয়েকটি মাস ধরে। জল জীবন প্রকল্পের থেকে প্রতিটি অঞ্চলের জলের সংযোজন ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কনকপুর গ্রামের জনগণ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত । তারা বিশুদ্ধ জল আনার জন্য প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে খাওয়ার জল সংগ্রহ করে আনতে হয় , এবং তারা সকলে এই ভাবে দিনের পর দিন কাটাচ্ছে। বর্ষার সময় বিশেষ করে রাস্তার বহু সমস্যা সম্মুখীন হতে হয় ওই অঞ্চলের জনগণের। স্থানীয় জনসাধারন কাছার জেলার আধিকারিক রোহন কুমার ঝা র দৃষ্টি আকর্ষণ করে তারা অনুরোধ জানান , অতিশীঘ্রই তাদের গ্রামে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেন । #assam #assamesenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow