Assam : পুলিশের জালে কুখ্যাত চোর : U Bangla TV
Assam : পুলিশের জালে কুখ্যাত চোর : U Bangla TV
সিপাঝাড়ে সোলার লাইটের বিশাল চুরির ঘটনায়! পুলিশের জালে কুখ্যাত চোরপুলিশ ইচ্ছা করলেই সবকিছু করতে পারে তা প্রমাণ করে দেখিয়েছে সিপাঝাড়ের পুলিশ। সিপাঝাড়ের পুলিশ অভিযানে নেমে এক বিশাল চুরির ঘটনা থেকে রক্ষা করলো সৌরশক্তি চলিত সরকারি জলসিঞ্চন প্রকল্পের ২১ টি প্লেট। পাঁচজনের একটি চোরের দল এই ঘটনাটি সংঘটিত করতে এসেছিল সরকারি ওই স্থানে। অবশেষে পুলিশের জালে পরল চোরের দল। ধৃতদের মধ্যে ৩ জন।চড় অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাম, রাবিয়াল হোসেন, ইউনুস আলী, করিম আলী, বাকি দুজন হল বাইহাটার বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদ এবং অপরজন হল রঙ্গিয়ার বাসিন্দা বাবুজান আলী। এই কুখ্যাত চোরের দলের কাছ থেকে চুরির কার্যে ব্যবহৃত হওয়া AS 25 CC 7282 নাম্বারের একটি চারচাকা গাড়ি জব্দ করেছে পুলিশ। উল্লেখ্য যে, পাতি দরঙে জলসিঞ্চন প্রকল্পের থেকে চুরি করেছিল এই সৌরশক্তি চালিত প্লেটগুলো। ইতিমধ্যে সবগুলো প্লেট পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই কুখ্যাত চোরদের আটক করেছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করবে বলে জানা গেছে। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?