Assam : মঙ্গলদৈ তে সর্প দংশন চিকিৎসা সম্পর্কীয় কর্মশালা : U Bangla TV
Assam : মঙ্গলদৈ তে সর্প দংশন চিকিৎসা সম্পর্কীয় কর্মশালা : U Bangla TV
মঙ্গলদৈ তে সর্প দংশন চিকিৎসার একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্প প্রিয় সৌরভ বরকটকি । দরং জেলাতে প্রায় সময় সাপে কাটার কারণে মৃত্যু হয়েছে অনেকের। এই ধরনের ঘটনাকে বিস্তারিতভাবে জানতে একটি কর্মশালার আয়োজন করা হয়। এবং দরঙ জেলার হাসপাতাল গুলোতে উপলব্ধ থাকে এন্টিভেনাম এ কথা প্রকাশ করলেন চিকিৎসক ডক্টর মালবিকা গগৈ। এই কর্মশালাতে উপস্থিত ছিলেন 30 জন চিকিৎসক। মঙ্গলদৈ ইয়ুথ ক্লাব পরিচালিত স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালার। সর্প প্রিয় সৌরভ বরকটকি উপস্থিত জনগণদের সর্ব দংশন চিকিৎসা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।। উল্লেখ্য যে, সর্প প্রিয় সৌরভ বরকটকি বলেন, সর্প দংশনের বিষে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হয় অজ্ঞানতার জন্য। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের এতটাই উন্নত হয়েছে যে সর্পের বিষ তুলে ফেলা চিকিৎসকের জন্য সম্ভব হয়ে পড়েছে। শুধু সকল জনগণকে একটু সজাগ ও সচেতন হতে হবে সর্প দংশন করার সাথে সাথে খুব কম সময়ের ভিতরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা জন্য সকলকে আহ্বান জানান তিনি।। পাশাপাশি মঙ্গলদৈ অসামরিক হাসপাতালে র চিকিৎসক মালবিকা গগই বললেন এই জেলাতে সকল হাসপাতালে এন্টিভেনাম মজুদ রয়েছে। তাই সকলকে অনুরোধ করেছেন তিনি কোন লোকের সর্ব দংশন করলে খুব শীঘ্রই যেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। #assam #assamesenews #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?