Assam : দরঙের ধূলা থানাতে পুলিশ আধিকারিক এর দুর্নীতি : U Bangla TV
Assam : দরঙের ধূলা থানাতে পুলিশ আধিকারিক এর দুর্নীতি : U Bangla TV
বিতরকের ওপর বিতর্ক দরঙের ধূলা থানাতে পুলিশ আধিকারিক এর দুর্নীতি। এবার গরু চুরির ঘটনায় লিপ্ত ধুলা থানার পুলিশ আধিকারিক । ২৮ টা থেকে বেশি গরু অন্তর্ধান হল এই পুলিশ থানা থেকে। আশ্চর্যকর ভাবে মঙ্গলদৈ এক গোষালা থেকে অন্তর্ধান হল ২৮টা গরু। এখন ইতির মধ্যে গরুগুলোকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে গরুর ব্যবসায়ীরা। এখন প্রশ্নটি হল কোথায় গেল এই ২৮ টি গরু। ঘটনার বিবরণে জানা যায় একুশে নভেম্বর রাতে ধুলার থানার আধিকারিক জব্দ করেছিল একটি ট্রাক সহ সন্দেহযুক্ত ২৮টি গরু। এই গরুগুলোকে ধুলার থানার আধিকারিক নিজের জিম্বার নিয়েছিল ট্রাক সমেত গরুগুলোকে। এই ট্রাপটি জব্দ করে পুলিশ আধিকারিক এই গরুগুলোকে একটি গোষালায় সংরক্ষণ করে রেখেছিল এই গোশালাটি মঙ্গলদৈ য়ের নিকটবর্তী রাঙ্গামাটির একটি গোশালাতে রাখা হয়েছিল। এই গোশালা থেকে কিভাবে গরুগুলো গাড়ি সমেত অন্তর্ধধান হয়ে যায় শুধু গোষালা থেকে গরুগুলোই নয় গো শালা দেখাশোনা করার ওই ব্যক্তিও বর্তমান অন্তরধান । কিছুদিন পূর্বে দরম জেলার ধুলার থানার তদান্নিত ভারপ্রাপ্ত আধিকারিক বিষয়ক অজয় কুমার সন্দিকৈ ৫০০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধে দুর্নীতি নিবারক শাখার জালে পড়েছিল। উল্লেখযোগ্য কথা যে ২১ নভেম্বর রাতে ২৮ টি গরু সমেত একটি ট্রাক জব্দ করেছিল এই আধিকারিক। এখন প্রশ্নটি হল এই আধিকারিক এবং গোশালার স্বত্বাধিকার মিলে গরুগুলো বিক্রি করার বড় অভিযোগ উত্থাপিত করেছে গরুর মালিকরা। গরুর মালিকদের সরকারের কাছে দাবি অভিযুক্তদের খুব শীঘ্রই যেন শাস্তি প্রদান করে তাদের নিজের নিজের গরুগুলো ফিরিয়ে দেয়। #assam #assamese #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?