Assam : জৈবিক কৃষি কর্মের মাধ্যমে স্বাবলম্বীতার নির্দেশন : U Bangla TV

Assam : জৈবিক কৃষি কর্মের মাধ্যমে স্বাবলম্বীতার নির্দেশন : U Bangla TV

Feb 15, 2024 - 16:51
 0  3

লোকে বলে ইচ্ছা থাকলে সব কিছু করা যায়, এইরকমই একটি কথা কে সত্য প্রমাণ করলো ডিব্রুগড়ের নিবাসী সঞ্জীব কুমার শর্মা। জৈবিক কৃষি কর্মের মাধ্যমে স্বাবলম্বীতার নির্দেশন তুলে ধরেছেন সঞ্জীব কুমার শর্মা। এবং অনেক বেকারদের পথ প্রদর্শক মটক গ্রামের সঞ্জীব কুমার শর্মা । জৈবিক কৃষি কর্মের মাধ্যমে স্বাবলম্বী তার নির্দেশন তুলে ধরেছে ডিব্রুগড় জেলার বরবড়ুয়ার উন্নয়ন খন্ডের মটক গ্রামের সঞ্জীব কুমার শর্মা প্রায় ১০ বিঘা মাটিতে জৈবিকভাবে ৫৬ রকমের শাকসবজি এবং ফলমূলের খেতি করে নিজের সঙ্গে অনেক বেকারদের স্বাবলম্বী হওয়ার পথ প্রদর্শন করেছেন সঞ্জীব কুমার শর্মা। কৃষি কর্ম এবং অধ্যায়নের সমনীয়মানুবক্তৃতা অটুট রাখা সঞ্জীব কুমার শর্মা ১৯৮১ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ডিব্রুগড় সমবায় সমিতির সহকারী গণিত অধ্যাপক হিসাবে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় যোগদান করেছিলেন। সঞ্জীব কুমার শর্মা ২০২০ সালের বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। সঞ্জীব কুমার শর্মা, জৈবিকভাবে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল সমেত ডিব্রুগড়ের বিভিন্ন বাজারে সমাদর লাভ করতে সক্ষম হয়েছিলেন।। উল্লেখযোগ্য যে সম্প্রতি হাজার হাজার বেকারদের চাকরির আশায় বহির রাজ্যের যেতে হয় তাই তিনি ঠিক করেছেন বেকার যুবকরা কৃষির প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে নিজের জায়গাতে কর্মরত হতে পারবেন। তাই তিনি কৃষির প্রতি আকর্ষিত করেছেন যুবসমাজকে। পাশাপাশি সঞ্জীব কুমার শর্মা জৈবিক পদ্ধতিতে রাসায়নিক দ্রব্যের ষাঁড় প্রয়োগ না করে উন্নত মানের শাকসবজি এবং ফলমূল উৎপাদন করতে সক্ষম হয়েছেন । #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow