Assam : দরঙে সুদখোরদের তান্ডব : U Bangla TV
Assam : দরঙে সুদখোরদের তান্ডব : U Bangla TV
সুদের টাকা নিয়ে একটি পরিবারকে হয়রানি করার অভিযোগ সুদখোরের বিরুদ্ধে। সুদের টাকা সময় মত না পাওয়ার ফলে শারীরিকভাবে আক্রমণ করেছে পরিবারের সদস্যকে। প্রাণের ভয়ে ধুলা পুলিশ থানাতে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারটি। এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে দরঙের ধুলার আটকাটা গ্রামে। ওই অঞ্চলটির হাইবুর ইসলাম নামের সুদখোর এক ব্যক্তির থেকে একই গ্রামের শেখ পরি নামের ব্যক্তি ৮ হাজার টাকা নিয়েছিল। শেখ পুরি ৫ মাসের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরেও পুনরায় সুদের টাকা যেতে শেখ পরিবারের বাড়িতে উপস্থিত হয়। এবং সেই সুদের টাকা না পাওয়ার ফলে শেখ পরির সঙ্গে তার পরিবারের লোকদেরকেও মারপিট করে পাশাপাশি একে বারে প্রানে মারার হুমকি দিয়েছে বলে ভয়ংকর অভিযোগ উত্থাপিত করেছে ভুক্তভোগী পরিবারটি। তাই ভুক্তভোগী পরিবারটি প্রাণের মমতায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আশ্রয় নিয়েছে ধুলা পুলিশ থানাতে। উল্লেখযোগ্য যে অপরদিকে ধুলা থানার পুলিশ এখন পর্যন্ত সুদখোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলে চিন্তিত হয়েছে ভুক্তভোগী পরিবারটি। গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট।
What's Your Reaction?