Assam : গ্রিন স্টার নামের সংস্থার সুন্দর পদক্ষেপ : U Bangla TV
Assam : গ্রিন স্টার নামের সংস্থার সুন্দর পদক্ষেপ : U Bangla TV
জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তির জন্য জরুরি কালীন অবস্থাতে একটি অ্যাম্বুলেন্স কত প্রয়োজন সেটি সম্পর্কে সকলে জ্ঞাত। আর যদি ভিতরে কোন অঞ্চল হয় , তাহলে রোগীর জন্য অ্যাম্বুলেন্স অতি আবশ্যক। কিন্তু এই আবশ্যকতা বাস্তবে রূপান্তরিত করার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা গ্রহণ করতে দেখা গেছে গ্রিন স্টার NGO নামের একটি বেসরকারি সংস্থাকে । তাহলে অ্যাম্বুলেন্স ক্রয় করার ক্ষেত্রে আপনিও অংশীদার হন এবং বিনিময়ে লাভ করুন টাটা কোম্পানির অল্টো বাস ,মহেন্দ্র থার, বলেরো, সুইফট ওয়াগানার আলট্রা, এনফিল্ড বুলেট ইত্যাদি বিভিন্ন বিলাসী গাড়ি এবং মটর সাইকেল। ধুবড়ি জেলার বিলাসি পাড়ার সাপোর্ট গ্রাম ধেম্ ধেমাস্থিত গ্রিন স্টার NGO র সৌজন্যে তৈরি করেছে একটি বিরাট উপহার কুপন খেলা তথা লটারি খেলা। দীর্ঘদিন ধরে ভেতরের অঞ্চলের বাসিন্দা সকলে অ্যাম্বুলেন্স সেবার দেওয়ার সাহায্যে বুধবার ধেমধেমাতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন এই খেলাটির। বিশিষ্ট ব্যক্তি সকলের আশীর্বাদে ,তথা উপস্থিতিতে এই লটারি খেলাটির মুখ্য কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। একটি অ্যাম্বুলেন্স ক্রয় করার মহান উদ্দেশ্যকে সামনে রেখে আরম্ভ করা হয়েছে এই লটারি খেলাটি । এই লটারি খেলার সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সকলকে ১০০ টাকা করে দেওয়া এই মহৎ কাজের অংশীদার হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন খেলার পরিচালনা সমিতির সদস্য সকলে। ধুবড়ি জেলার ভেতরে এই প্রথমবার একটি বিশাল আকারের মহান উদ্দেশ্য নিয়ে এই লটারি খেলাটি সকল জনগণের সহযোগিতা কামনা করছে গ্রীন স্টার NGO টি । #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?