Tripura : ত্রিপুরা চুরাইবাড়িতে ফের আটক কোটি টাকার গাঁজা সহ লরি চালক : U Bangla TV
Tripura : ত্রিপুরা চুরাইবাড়িতে ফের আটক কোটি টাকার গাঁজা সহ লরি চালক : U Bangla TV
জানা গেছে,NL01-AG-5632 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার লরি আগরতলা থেকে বহিঃরাজ্যে যাবার উদ্দেশ্যে ত্রিপুরার শেষ পুলিশি চেক গেট উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে লরিটিতে বিশাল পুলিশবাহিনী নিয়ে তল্লাশি চালান ওসি সমরেশ দাস।এতে লরির ভিতরে গাঁজা মজুদ থাকার সন্ধান পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও ডেপুটি কালেক্টর।তাদের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালালে ধানের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে ৫২ প্যাকেটে ৪৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য প্রায় এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই গাঁজা পাচার কান্ডে অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত লরি চালকের নাম ভিকি কুমার রাই বয়স ২৪,পিতা- রামানন্দ রাই।বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘবপুরে।ধৃত লরি চালকের বিরুদ্ধে চুরাইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিতে তদন্ত শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত লরি চালক জানিয়েছে,সে গাঁজা গুলি আগরতলা খয়েরপুর বাইপাস থেকে লোডিং করে অসমের করিমগঞ্জ জেলার একটি ইট ভাটায় পৌঁছে দেবার কথা ছিল। তারপর গাঁজা গুলি কোথায় নিয়ে যাওয়া হবে তা সে জানে না । #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?