Assam : খুচরা ১ টাকা এবং ২ টাকার মুদ্রা নিয়ে সাধারণ মানুষ সংকটে পড়েছে : U Bangla TV

Assam : খুচরা ১ টাকা এবং ২ টাকার মুদ্রা নিয়ে সাধারণ মানুষ সংকটে পড়েছে : U Bangla TV

Feb 11, 2024 - 15:12
 0  3

. খুচরো এক টাকা এবং দুই টাকার কোয়েন নিয়ে সাধারণ মানুষ সংকটে পড়েছে। ভারত সরকার ১/২ টাকার কোয়েন অচল হয়ে পড়ার কোন নির্দেশনা জারি না করার আগেই গ্রাম থেকে শহরের বাজার পর্যন্ত এইরকম প্রায় সকল দোকানে পয়সার বিনিময় বন্ধ হয়ে পড়েছে। এরই মধ্যে খুচরা পয়সার সাথে গ্রাম অঞ্চলের সাধারণ জনগণ সংকটে পড়েছে। ১ এবং ২ টাকার কোয়েন সাধারণ মানুষ ঘরে জমা করে রাখে । কিন্তু এখন একাংশ অসাধু ব্যবসায়ীদের জন্য মুদ্রার আদান-প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে । অপরদিকে অনেক অসাধু ব্যবসায়ী খুচরা পয়সার বিপরীতে অন্য সামগ্রিক বিক্রি করতে দেখা গেছে। ঠিক একইভাবে অনেক ব্যবসায়ীদের হাতে হাজার হাজার খুচরো পয়সা আছে, এবং বিনিময় করতেও অক্ষম । উল্লেখ্য এই সমস্যা আজকের দিনের জন্য নয় , সাধারণ মানুষ অনেকদিন ধরে ভুক্তভোগী এই বিষয়টি নিয়ে। এখন প্রশ্নটি হল, ভারত সরকার যদি কোয়েন বন্ধ না করে তাহলে কোয়েন গ্রহণ করতে একাংশ লোক কেন অনিচ্ছা প্রকাশ করছে। এখন দেখার বিষয় রয়েছে এই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করে। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow