Assam : অসমের প্রথম ভাষা শহীদ অনিল বড়ার স্মৃতির স্বার্থে মরিগাও : U Bangla TV
Assam : অসমের প্রথম ভাষা শহীদ অনিল বড়ার স্মৃতির স্বার্থে মরিগাও : U Bangla TV
অসমের প্রথম ভাষা শহীদ অনিল বড়ার স্মৃতির স্বার্থে মরিগাও ১৯৭৩ সালে স্থাপিত হওয়া অনিল বড়া স্মৃতি যুবক সংঘে আজ থেকে তিন দিন পর্যন্ত আরম্ভ হয়েছে ৫০ তম জন্ম জয়ন্তী উৎসব । অসমের প্রথম ভাষা শহীদ অনিল বড়ার স্মৃতিটি উজ্জ্বল করার সাথে মরিগাওয়ের নাটুরা গ্রামে ১৯৭৩ সালে স্থাপিত হওয়া যুবক সংঘে তিন দিন ধরে আরম্ভ হয়েছে ৫০ তম জন্ম জয়ন্তী উৎসব। আজ তার শেষ দিন।। তীবা সাহিত্য পরিষদের মুখ্য কার্যবাহির সদস্য জীবন চন্দ্র কুবোর পতাকা উত্তোলন করেন প্রথম দিনের কার্যসূচী আরম্ভ হওয়ার জন্য, এই শুভ আরম্ভ করার সঙ্গে ভাষাশহীদ ব্যক্তির মূর্তি উন্মোচন করেন- সদৌ অসম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা । অপরদিকে এই অনুষ্ঠানটির সভা সমিতির সভাপতি তথা মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরি স্মৃতি তর্পণ করার জন্য উপস্থিত থাকেন । এবং শহীদের কনিষ্ঠ ভ্রাতৃ অপূর্ব বরা , শিল্পী জিতু বিকাশ দাস , উদযাপন সমিতির সকল বিষয় কর্মচারীরা উপস্থিত থাকে এই অনুষ্ঠানে।। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?