Assam : নেশাযুক্ত ক্যাপসুল এবং ড্রাগস সহ দুজন আটক : U Bangla TV

Assam : নেশাযুক্ত ক্যাপসুল এবং ড্রাগস সহ দুজন আটক : U Bangla TV

Mar 22, 2024 - 16:16
 0  9

মরিয়ানিতে ড্রাগস এর বিরুদ্ধে পুলিশের অভিযান, আর সেই অভিযান এ-- যোগেন্দ্র সিং এবং দীনেশ দাস নামের দুজন ব্যক্তি আটক। ধৃত যোগেন্দ্র সিং নামের ব্যক্তির বাসগৃহ থেকে তিতাবর মহকুমার পুলিশ কাকলি পাটগিরির নেতৃত্বে এক অভিযান চালানো হয় । পুলিশের এই অভিযানে-- ধৃত যোগেন্দ্র সিং এর বাসগৃহ থেকে ব্রাউন সুগার ভর্তি পাঁচটি সাবানের বাক্স সহ বৃহৎ পরিমাণে নেশা জাতীয় সামগ্রি উদ্ধার করল পুলিশ। এই অভিযানে পুলিশ এবং ১১৯ নম্বর সিআরপিএফের ব্যাটেলিয়ানের যৌথ সহযোগিতায় , মরিয়ানির রেল স্টেশনে গ্রেফতার ড্রাগস সহ আরো একজনকে আটক করল পুলিশ। তার নাম দীনেশ দাস । দিনেশ দাসের স্বীকারোক্তির ভিত্তিতে-- মরিয়ানির যোগেন্দ্র সিং এর বাসগৃহতে পুলিশ অভিযান চালায়। দীনেশ দাস ডিমাপুরের বাসিন্দা বলে জানা গেছে, দীনেশ দাসএর থেকে ড্রাগস এবং নেশা যুক্ত ক্যাপসুল ক্রয় করেছিল ব্যবসায়ী যোগেন্দ্র সিং। ড্রাগস পাচারকারী দীনেশের সহযোগিতায়-- যোগেন্দ্র সিং দীর্ঘদিন থেকে মরিয়ানিতে চালিয়ে যাচ্ছিল ড্রাগসের রমরমা ব্যবসা। মরিয়ানির পুলিশ দীনেশ দাস এবং যোগেন্দ্র সিং কে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে । #assam #assamnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow