Assam : সিপাঝাড়ে আর্থিকভাবে স্বাবলম্বীর লক্ষ্যে মহিলারা : U Bangla TV
Assam : সিপাঝাড়ে আর্থিকভাবে স্বাবলম্বীর লক্ষ্যে মহিলারা : U Bangla TV
সিপাঝাড়ে ২ নম্বর চেঙ্গাপাড়ার একাংশ মহিলারা মৃৎশিল্পীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মাটি দিয়ে নির্মাণ করেছে বিভিন্ন অলংকার সামগ্রী। ভারত সরকারের নাবার্ড এর উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করে মৃৎশিল্পীদের বাঁচিয়ে রাখার পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করার পন নিয়েছে ঐ অঞ্চলের মহিলারা। উল্লেখ্য যে, পরম্পরাগত পদ্ধতিতে নির্মাণ করেছে ফুলদানি , ধূপদানি দেব-দেবীর মূর্তি সঙ্গে বিভিন্ন সামগ্রী। যেগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে বলে আশাবাদী ওই অঞ্চলের মহিলারা।
What's Your Reaction?