Assam : শিক্ষার মানদন্ডের উপর চোখ রেখে এই পদক্ষেপ : U Bangla TV
Assam : শিক্ষার মানদন্ডের উপর চোখ রেখে এই পদক্ষেপ : U Bangla TV
. প্রতিটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্য রাজ্য সরকারের, তৃতীয় পর্যায়ের গুনো উৎসবের প্রক্রিয়া, কাচার জেলাতে আরম্ভ হয়েছে।। রাজ্য সরকারের দক্ষ এক্সটার্নাল ইভালুয়েটারের উপস্থিতিতে কাঠিগড়া শিক্ষা খন্ডের অন্তর্গত , সকল বিদ্যালয়তে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গুণোৎসব চলছে। সরকার শিক্ষার মানদন্ডের উপর চোখ রেখে, কাঠি গড়া শিক্ষা খণ্ডের অন্তর্গত, বিহারা যুধিষ্ঠির সাহা উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় তে চলছে গুণোৎসব । এক্সটার্নাল ইভালুয়েটারের দায়িত্বে ছিলেন হাইলাকান্দি কৃষি বিভাগের বিভাগীয় আধিকারিক ইন্সপেক্টর শিবানন্দ নাথ, হাইলাকান্দি জেলার ডেপুটি ডাইরেক্টর সুমন চৌধুরী এবং কাচার জেলার পিএনআরডি কালাইন উন্নয়ন খন্ডের সমমন্ডলের আধিকারিক আতাবুর রহমান বড়ভূঁইয়া । বিহারা যুধিষ্ঠির সাহা উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৯৫৬ জন ছাত্রছাত্রীর মধ্যে 925 জন উপস্থিত ছিল এবং ৩১ জন অনুপস্থিত ছিল এই গুনউৎসবে। সঙ্গে বিশেষভাবে দেখা গেছে যুধিষ্ঠির উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ইনচার্জ নিরুপম নাথ অক্লান্তভাবে কাজ করে গেছেন। পাশাপাশি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষায়িত্রী সকলকেই নিজের কর্তব্য পালন করতে দেখা গেছে #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?