Assam : পুনরায় কৃতিত্ব অর্জন করা শিক্ষকের চাকরি জীবনের অবসান : U Bangla TV
Assam : পুনরায় কৃতিত্ব অর্জন করা শিক্ষকের চাকরি জীবনের অবসান : U Bangla TV
নাম ই যার পরিচয়, মহিরাম ডেকা, অতি অমায়িক নিষ্ঠা চরিত্রের অধিকারী তিনি। অশ্রুসিক্ত দু নয়নের জলে ছাত্র-ছাত্রীরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিলো শিক্ষক মহিরাম ডেকাকে। সাক্ষী হয়ে রইল ছাত্র-ছাত্রী ,অভিভাবক শিক্ষক সমাজ ,আমি এবং আপনিও। শিক্ষক মহিরাম ডেকা-- সুদীর্ঘ ৩৭ বছর ধরে উদালগুড়ি জেলার মাঝপাঠ শিক্ষা খন্ডের অন্তর্গত ,পাঁছালী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করে আসছিল। ০১-০৮-১৯৮৭ সাল থেকে মাসে ২০০ টাকা বেতনে আরম্ভ করা এই শিক্ষক, প্রথমে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন এবং সহকারি শিক্ষক হিসাবে পাঁচ বছর কাজ করেছেন তিনি।এরপর তিনি অবসর গ্রহণের দিন পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন । চাকরি জীবনের অনেক কথা বলেই আবেগিক হয়ে পড়েছিলেন শিক্ষক মহিরাম ডেকা। উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক, বিভিন্ন ধরনের পুরস্কার, মানপত্র, অসমীয়দের প্রধান জাতি ফুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানানো হয় মহিরাম ডেকাকে এবং সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা মহিরাম ডেকার দীর্ঘ আয়ু কামনা করলেন সেদিনের অনুষ্ঠানে। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?