Assam : কৃষকের জীবন নিয়ে খেলছে চাপড়ের বিদ্যুতের সাব সেন্টারটি : U Bangla TV
Assam : কৃষকের জীবন নিয়ে খেলছে চাপড়ের বিদ্যুতের সাব সেন্টারটি : U Bangla TV
ধুবড়ি জেলার চাপোরের বিদ্যুৎ বিভাগের সাব সেন্টারটি কৃষকের জীবন নিয়ে খেলছে। কৃষির বাবদ বিদ্যুৎ বিভাগকে বিদ্যুতের জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়ার পরও বিদ্যুতের থেকে বঞ্চিত ওই অঞ্চলের কৃষকরা। জলের জন্য হাহাকার করছে ওই অঞ্চলের কৃষকরা। জলের জন্য হাজার হাজার বিঘা কৃষকদের ইরি ধান নষ্ট হয়ে যাচ্ছে । ধুবড়ি জেলার চাপড়ের সার্কেল অফিসের অধীনস্থ কৃষকদের মধ্যে শুরু হয়েছে হাহাকার পরিস্থিতি। কৃষি লোন KCC. থেকে টাকা নিয়ে খ্যাতি করা কৃষকদেরকে রাম ঠকা দিয়েছে বিদ্যুৎ বিভাগের সাব সেন্টারটি । ইরি খেতে করার নামে জনগণ জলের পাম্প চালানোর জন্য প্রায় ১ হাজার টাকা বিদ্যুৎ বিভাগকে জমা দিয়ে পাম্প চালানোর অনুমতি নিয়েছিল । যদিও অনিয়মিত বিদ্যুৎ যোগানের ফলে মাথায় হাত দিয়েছে ওই অঞ্চলের কৃষকরা । জলের অভাবে নষ্ট হচ্ছে কৃষকদের ধান। অপরদিকে ধীরেশ্বর তারঙ্গপুর পুরের জনগণের অভিযোগ করা মতে , যতটুকু সময়ের জন্য বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের যোগান ধরে সেই সময়ে এক দালাল বিদ্যুৎ সংযোজন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উত্থাপিত করেছে । পাশাপাশি চাপড়ের বিদ্যুৎ বিভাগের এই সাব সেন্টারটিতে সিন্ডিকেট চলায় বলে গুরুতর অভিযোগ করেছে কৃষকরা। #assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?