Assam : কচুরা লুটুমারি PWD পথটির দুরবস্থা : U Bangla TV
Assam : কচুরা লুটুমারি PWD পথটির দুরবস্থা : U Bangla TV
কচুরা লুটুমারির একটি পথের ভয়াবহ অবস্থা। বর্ষাতে নয়, রোদের মধ্যেই একটি পথ নিয়ে দুর্ভোগে ভুগছে ওই অঞ্চলের জনগণ। ওই অঞ্চলের জনপ্রতিনিধিকে অনেকবার আবেদন নিবেদন করেও সুফল পায়নি ওই অঞ্চলের জনগণ । উল্লেখ্য যে নগাও জেলার রহার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সর্ববৃহৎ কচুরা তিনিয়ালি বাজার থেকে, লুটু মারি চারিয়ালি বাজার পর্যন্ত PWD পথটি জরাজীর্ণ হয়ে পড়েছে । পশ্চিম কার্বী আলং সঙ্গে হোজাই জেলার সংযোগ করা এই পথ দিয়ে হাজার হাজার জনগণ যাতায়াত করে, এবং যাতায়াতের এটি মূল পথ । এই পথটির দুরবস্থা নিয়ে ওই অঞ্চলের জনগণ বহুদিন ধরে জ্বালা যন্ত্রণা পাচ্ছে । কচুর মডেল হাসপাতাল লুটুমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-- কচুরা পুলিশ থানা, স্কুল কলেজের জনগণ এবং ছাত্র-ছাত্রী ওই পথটি দিয়ে যাবার সময় প্রচন্ডভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে। অল্প বৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে কচুরা বাজার থেকে মডেল হাসপাতালে যাওয়া পথটিতে কোমর পর্যন্ত সাগরে পরিণত হয়। ওই অঞ্চলের জনগণ নগাও এর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শশীকান্ত দাস কে অনেকবার আবেদন করার পরও ওই ব্যস্ত পথটি পুনরায় নির্মাণের কোন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে নি । তাই ওই অঞ্চলের জনগণের অভিযোগ সাংসদ প্রদ্যুৎ বরদলৈ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রকল্পের অধীনে পথটি নির্মাণ করতে পারতেন কিন্তু তিনি কোন ধরনের পদক্ষেপ নিজের হাতে তুলে নিলেন না এবং ওই পথটি জরজীর্ণ করে রাখলেন । লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ওই পথটি নিয়ে ওই অঞ্চলের জনগণ এর ক্ষোভ উগরে দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?