Assam : গোটলং গ্রামে ছাত্রী নিরুদ্দেশ : U Bangla TV
Assam : গোটলং গ্রামে ছাত্রী নিরুদ্দেশ : U Bangla TV
স্কুলে যাওয়ার সময় থেকেই সন্ধানহীন গোটলং গ্রামের ছাত্রী। অসমের মহাভৈরব পুলিশ থানাতে ,পরিবারের লোকেরা ছাত্রীটির সন্ধানহীন হওয়ার খবর জানিয়েছে --কিন্তু পুলিশ এখন পর্যন্ত ছাত্রীটির কোন সন্ধান পায়নি। পরিবারের লোকেরা অপহরণের সন্দেহ প্রকাশ করছে। তেজপুরে মহাভৈরব পুলিশ থানার অন্তর্গত গোটলং গ্রামে শম্ভু পালের কন্যা সুমন পাল, ইংরেজি ১১ মার্চ তারিখে ঘর থেকে পরীক্ষার অ্যাডমিট এবং আধার কার্ড নিয়ে তেজপুর কলেজিয়েট স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার পর থেকে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে আছে বলে জানা গেছে। পরিবারের লোকেরা জানিয়েছেন মহাভৈরব পুলিশ থানাতে ছাত্রীটির নিরুদ্দেশ হওয়ার খবর জানানোর পরেও --এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য যে তেজপুর কলেজিয়েট হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল পাওয়ার পর ,অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড জমা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল ছাত্রীটি । পরিবারের লোকেরা অনেক খোঁজখবর নেওয়ার পরেও-- এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি । অপরদিকে পরিবারের লোকেরা ছাত্রীটির নিরুদ্দেশের ঘটনাকে অপহরণ ঘটনা বলে সন্দেহ প্রকাশ করছে।
What's Your Reaction?