Tripura : আটক কাঠ বোঝাই গাড়ি : U Bangla TV
Tripura : আটক কাঠ বোঝাই গাড়ি : U Bangla TV
গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা কদমতলা থানার পুলিশ TR02D1504 নম্বরের কাঠ বোঝাই একটি বোলেরো গাড়ি আটক করতে সক্ষম হলো। পুলিশ সূত্রে জানা যায়, কদমতলা থানার পুলিশের নিকট গোপন খবর আসে যে, তারকপুর এলাকায় কোন এক গোপন জায়গায় প্রচুর পরিমাণ মূল্যবান সেগুন কাঠ রয়েছে। সেই মোতাবেক ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, কদমতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাত আনুমানিক আড়াইটা নাগাদ, তারকপুর কালাচাঁদ মিলন মন্দির সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে TR02D-1504 নম্বরের একটি বলেরো গাড়িতে থাকা প্রায় ৫০ ফুট সেগুন কাঠ আটক করে থানায় নিয়ে আসে। যার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। অবশ্য পুলিশের উপস্থিতি টের পেয়ে, কাঠ মাফিয়ারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে পুলিশ ১০২ সিআরপিসি আইনে অভিযুক্ত কাঠ মাফিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে এই অভিযানের দুদিন পূর্বে পুলিশ ও বন দপ্তরের যৌথ অভিযানে-- একই এলাকা থেকে আরো প্রচুর পরিমাণে সেগুন কাঠ জব্দ করা হয়েছিল। তবে, অবৈধভাবে এই কাঠ পাচারের সঙ্গে দিলোয়ার হোসেন (পিতা মোজান্মিল আলী),নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন সহ আরো অনেকে জড়িত বলে জানা গেছে। এদের প্রত্যেকের বাড়ি অসমের কাঁঠালতলী এলাকায়। এই অবৈধভাবে কাঠ পাচারের সঙ্গে আরিফুল হক নামে স্থানীয় এক যুবকও জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। #tripuranews #tripura #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?