Alipurduar : ফসল বাঁচিয়ে লাভের মুখ : U Bangla TV
Alipurduar : ফসল বাঁচিয়ে লাভের মুখ : U Bangla TV
এ এক হার না মানার লড়াই।।দিন-রাত পাহারা দিয়ে বন্যপুশুর হাত থেকে ফসল বাঁচিয়ে লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের কৃষকরা। এই কালচিনি ব্লক জলদাপাড়া এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা।। প্রতিনিয়ত বন্যপ্রাণীর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকদের ফসল।তবুও হার না মেনে দিন-রাত পাহারা দিয়ে প্রায় কয়েকশো বিঘা জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।।কৃষকদের কথায়, এরূপ জঙ্গল ঘেরা এলাকাগুলো বরাবরই কৃষিপ্রবন এলাকা বলে পরিচিত নয়।। তবুও একপ্রকার বন্যপ্রাণীদের সাথে লড়াই করেই নিজেদের জীবিকা সংরক্ষণের লক্ষ্যে ধান, সরিষার মতো ফসল চাষ করছেন এবং লাভবান হচ্ছেন তারা।। লোকালয়ে বন্যপ্রাণীর তান্ডব সত্ত্বেও প্রতিবছর কালচিনি ব্লকে সরিষা চাষের সংখ্যা বাড়ছে বলে দাবি কৃষকদের।। #alipurduar #alipurduarnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?