জলপাইগুড়ি : আর্থ মুভার নামিয়ে মাটি কাটা নিয়ে বিতর্ক।ঘটনাটি ঘটেছে
আর্থমুভার নামিয়ে একটি ঝোরার মাটির কাটার অভিযোগে একটি আর্থ মুভার ও একটি ট্রাক্টর কে আটক করে বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। সেদিন রাতে আই পি সি ৩৭৯/৪১১ ধারায় কেস রুজু করে পুলিশ। অভিযোগ ছিল, কাশিয়াঝোরা এলাকায় একটি ঝোরাতে আর্থ মুভার নামিয়ে মাটি কাটা হচ্ছে এবং তা অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি আর্থ মুভার ও একটি ট্রাক্টর কে আটক করে ও কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। যদিও এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার সাধারন মানুষ। এলাকার অনেকেই বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্থানীয় সাঁকোয়াঝোরা -১ গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ক ওডারের ভিত্তিতেই এই কাজ হয়েছে এবং বর্ষা ঘনিয়ে আসার কারনে দ্রুত কাজ শেষ করার তাগিদে মাটি কাটার কাজ করা হয়। এই আর্থ মুভার নামিয়ে মাটি কাটা ও গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ক অর্ডার কে কেন্দ্র করে ছড়িয়েছে বিতর্ক।
What's Your Reaction?