Tripura: ডেঙ্গি প্রতিরোধে আধিকারিকদের নিয়ে বৈঠক | U Bangla TV
Tripura: ডেঙ্গি প্রতিরোধে আধিকারিকদের নিয়ে বৈঠক | U Bangla TV
ডেঙ্গি প্রতিরোধে আধিকারিকদের নিয়ে বৈঠক করে কড়া বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার!
সিপাহীজলা ত্রিপুরা জেলায় ডেঙ্গির বিস্তৃতির পরিপ্রেক্ষিতে তা মোকাবেলায় ত্রিপুরা সরকার যুদ্ধকালীন তৎপরতায় বেশকিছু ব্যবস্থা নিয়েছে । ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা সচিবালয়ে আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকে ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার স্বাস্থ্য সচিব ড: দেবাশিষ বসু জানান, বর্তমানে ত্রিপুরায় শুধুমাত্র সিপাহীজলা ত্রিপুরা জেলাতেই ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমানে ত্রিপুরায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫৭ জন। ত্রিপুরায় ডেঙ্গি প্রতিরোধে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন স্বাস্থ্য সচিব ড: দেবাশিষ বসু। @ubanglatvofficial
What's Your Reaction?