Siliguri: উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুরনো পুর বোর্ডকে খোঁচা মেয়রের
Siliguri: উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুরনো পুর বোর্ডকে খোঁচা মেয়রের
শিলিগুড়ি শহরের প্রতিদিন কয়েক লক্ষ মানুষের আনাগোনা। বিভিন্ন সমস্যার পাশাপাশি দূরপাল্লা লোকদের অসুবিধায় পড়তে হয় শৌচ কর্মের জন্য। হাতেগোনা কয়েকটি শৌচালয় থাকলেও শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এলাকায় বহু মানুষ নিত্যদিন আসা-যাওয়া করেন এখানে এখানে। কিন্তু শৌচালয় না থাকার জন্য অসুবিধায় পড়তে হয় অনেককেই। তাদের কথা মাথায় রেখে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হলো পরিবেশ বান্ধব শৌচালয়। এদিন পরিবেশ বান্ধব শৌচালয়ে উদ্বোধন করতে এসে বক্তব্য রাখতে গিয়ে পুরনো পুরবোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্যের দায়িত্ব পালন করলেও পুরনো শাসক দল শহর শিলিগুড়িতে শৌচালয় পারেননি। কার্যত এদিন পরিবেশ বান্ধব শৌচালয় উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ করে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকাকে আরো বেশি সবুজায়ন করার উদ্যোগ গ্রহণ করেন মেয়র গৌতম দেব। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পুর চেয়ারম্যান পুতুল চক্রবর্তী, মেয়র পরিষদ মানিক দে, ১৭ নম্বর কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান মিলি শীল সিনহা, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট জনেরা @ubanglatvofficial
What's Your Reaction?