South 24 Pargana : শেষ রক্ষা হলো না, বিষ্ণুপুরের শুট আউট কান্ড গ্রেফতার ৪ |
বিষ্ণুপুরের সামালিতে খুনের ঘটনার পর থেকে এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের সহযোগিতায় মৌসুমী দ্বীপের বালিয়াড়ি এলাকা থেকে গ্রেপ্তার হয় অভিযুক্তরা। উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী আসে। যার মধ্যে তিনজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয়রা। অভিযোগ দুষ্কৃতীরা আসার পরেই সেখানে প্রথমে বোমাবাজি শুরু করে। এর ফলে আতঙ্কে স্থানীয়রা সেখান থেকে পালিয়ে যায়।সেই সময় দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী আসে। যার মধ্যে তিনজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয়রা। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় মৃতের বোন তাদের চিনতে পারেন। ঘটনার পরে আইজুদ্দিনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ।কী কারণে খুনের ঘটনা তা এখনও জানতে পারেনি পুলিশ। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বালিয়াড়ি এলাকা থেকে বাকি চারজনকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতদের নাম মহিরুদ্দিন মোল্লা, শুকুর আলী সেখ, নাসির হোসেন ঢালী ও রজত দাস। অভিযুক্তদের রবিবার বিষ্ণুপুর থানার পুলিশ এসে ফ্রেজারগঞ্জ উপকূল থানা থেকে অভিযুক্তদের বিষ্ণুপুর থানায় নিয়ে যায় ।অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলার অজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
What's Your Reaction?