ত্রিপুরা : তীব্র গরমে জলের দাবিতে পথ অবরোধ করে ক্ষুব্ধ প্রমীলা বাহিনীর |
উদয়পুর মহকুমায় মহারানী হাসপাতাল চৌমুহনী এলাকায় জলের দাবিতে উদয়পুর - অমরপুর রাস্তা অবরোধে বসে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার প্রমিলা বাহিনীরা। অভিযোগ, উদয়পুর মহারানী এলাকা ও ছয়গড়িয়া এলাকার লোকজন দীর্ঘ কয়েকমাস ধরে তীব্র জল সংকটে ভুগছে। বহুবার স্থানীয় মহারানী পঞ্চায়েতে জানিয়ে ও কাজের কাজ কিছুই হচ্ছে না তাই ফের একবার উদয়পুর মহারানী হাসপাতাল চৌমুহনী এলাকায় ক্ষুব্ধ প্রমিলা বাহিনী জলের দাবিতে সড়ক অবরোধের ফলে উদয়পুর - অমরপুর রাস্তার দু'ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে জনগণের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।সড়ক অবরোধ বেশ কিছুক্ষন চলা সত্ত্বেও জলসম্পদ দপ্তরের কোন অধিকারের দেখা মিলেনি।স্থানীয় শাসকদল বিজেপির কয়েকজন নেতা ঘটনাস্হলে ছুটে এসে সড়ক অবরোধ কারীদের সাথে কথা বলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিদিন দুইবেলা করে এলাকায় জলের ব্যবস্থা করা হবে। ক্ষুব্ধ প্রমীলা বাহিনী জানায়, একটি জলের মটর নষ্ট হলে ও অপর আরেকটি জলের মটর বসানো ও হলে ও এটা চালু করেছে না দপ্তর। ক্ষুব্ধ প্রমিলা বাহিনীর দাবি, যদি আজকের মধ্যে জলদপ্তর এলাকায় জলের ব্যবস্থা না করেন তাহলে এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।
What's Your Reaction?