Uttardinajpur : সুই নদী পাঁড় বাঁধানোর কাজের উদ্যোগ নিলেন বিধায়ক মোশারফ হুসেন |
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে খরস্রোতা এলাকায় সুই নদী পাঁড় বাঁধানোর কাজের উদ্যোগ নিলেন বিধায়ক মোশারফ হুসেন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন ১ নং অঞ্চলের খরস্রোতা এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেলে সুই নদী পাঁড় বাঁধানোর কাজের সূচনা করেন বিধায়ক তথা সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেন। জানাযায়, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে খরস্রোতা এলাকায় সুই নদী ভাঙ্গনের জেরে ব্যাপক সমস্যায় পড়ছিলেন এলাকার বাসিন্দারা, ভাঙ্গনের কবলে পড়েছিল চাষের জমি থেকে শুরু করে বসতবাড়ি। ফলে তারা এই সমস্যার কথা স্থানীয় বিধায়ক সহ উত্তর দিনাজপুর জেলা ও ইটাহার ব্লক প্রশাসনে লিখিত অভিযোগ জানান। পাড় বাঁধানোর জন্য রাজ্য সেচ দপ্তর প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করে।নদী পাড় বাঁধানো হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে জানান মোশারফ হুসেন। বিধায়ক এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা | #youtube #uttardinajpur #uttardinajpurnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?