Jalpaiguri: প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করেই পালিত হচ্ছে ঈদ উল আজহা
Jalpaiguri: প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করেই পালিত হচ্ছে ঈদ উল আজহা
ব্রেহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জলপাইগুড়ির বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের মধ্যে দিয়েই পবিত্র ঈদ -- উল -- আযহা উৎসবে মেতে উঠলো ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ।
জিলহজ মাসে পালিত এই বিশেষ দিনটিকে কুরবানী ঈদ বলে উল্লেখ্য রয়েছে কোরানে,
আরবী কুরআন থেকে এসেছে এই শব্দ,কুরবান ফরাসি ভাষায় শব্দের অর্থ নৈকট্য।
পরমকরুনাময়ের নিকটে পৌঁছনোর জনই কুরবানি শব্দের ব্যাবহার দেখা যায় কোরানে। @ubanglatvofficial
What's Your Reaction?