SHILIGURI: শিলিগুড়িতে আয়োজিত হলো একদিনের ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ | U Bangla TV
SHILIGURI: শিলিগুড়িতে আয়োজিত হলো একদিনের ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ | U Bangla TV
দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির তরফে অনুষ্ঠিত হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ দিলীপ বর্মন। শনিবার শিলিগুড়ির প্রধাননগর এলাকার একটি ক্লাবের হল ঘরে এই যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ দিলীপ বর্মন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় , দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক শিব হাজরা সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। এই চ্যাম্পিয়নশিপকে মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ৯ থেকে ১৩, ১৪ থেকে ১৮ ও ১৯ থেকে ২৮ বছর । মোট চারটে ইভেন্টে প্রতিযোগিতা হবে। শিব হাজরা জানান, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি মিলিয়ে মোট তিনটি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা চাম্পিয়ন হবে তারা স্টেট চাম্পিয়ানশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। মুলত যুব সমাজকে সুস্থ রাখার উদ্দেশ্যে যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যাতে আরও বেশি করো ছেলেমেয়েরা যোগায় অংশগ্রহণ করার উৎসাহ পায় সে কারণেই এই উদ্যোগ বলে জানান শিব হাজরা @ubanglatvofficial
What's Your Reaction?