NADIA: এক নাবালিকার বিয়ে রুখে দিয়ে চাইল্ড লাইনের তুলে দিল সামাজিক সংগঠনের সদস্যরা | U Bangla TV
NADIA: এক নাবালিকার বিয়ে রুখে দিয়ে চাইল্ড লাইনের তুলে দিল সামাজিক সংগঠনের সদস্যরা | U Bangla TV
এক সামাজিক সংগঠনের তৎপরতাই ও থানার সহযোগিতায় এক নাবালিকার বিয়ে রুখে দিয়ে চাইল্ড লাইনের তুলে দিল সামাজিক সংগঠনের সদস্যরা। ঘটনাটি নদীয়ার নবদ্বীপ থানা এলাকার। সূত্রের খবর ওই নাবালিকার বাড়ি কোচবিহার জেলায়। জানা যায় নবদ্বীপের এক যুবক ওই নাবালিকা কে ফুসলে কোচবিহার থেকে নবদ্বীপে নিয়ে আসে, এরপর একটি মন্দিরে বিয়ে করতে যায়। খবর পায় নবদ্বীপের এক সামাজিক সংগঠন। এরপর নবদ্বীপ থানায় খবর দিয়ে পুলিশকে সাথে নিয়ে ওই নাবালিকার বিয়ের রুখে দেয়। পরবর্তীতে ফোন করে নদীয়া চাইল্ড লাইনকে, খবর পেতেই নবদ্বীপ থানায় এসে পৌঁছায় নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা, এরপর সমস্ত নিয়ম অনুসারে ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করে।
এই ঘটনায় নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা জানিয়েছেন, ওই নাবালিকার বয়স মাত্র ১৭ বছর, এছাড়াও ওই নাবালিকার যে বিয়ে হচ্ছে তা ওই নাবালিকার পরিবার জানেন না। এছাড়াও দুজনেই পরিবারের সাথে যোগাযোগ না করে বিয়ে করার চেষ্টা করছিল। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য ওই যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ।
অন্যদিকে ওই নাবালিকার পরবর্তীতে কি ব্যবস্থা করা হবে তার সিদ্ধান্ত নেবে নদীয়া চাইল্ড লাইনের সি ডব্লিউ সি আধিকারিক এমনটা জানিয়েছেন চাইল্ড লাইনের কর্মীরা @ubanglatvofficial
What's Your Reaction?