South 24 Pgs : এ কি স্কুল, না জোরাজীর্ণ ভগ্নপ্রায় পড়ো বাড়ি?
South 24 Pgs : এ কি স্কুল, না জোরাজীর্ণ ভগ্নপ্রায় পড়ো বাড়ি?
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের কুন্ততলা জুনিয়র বেসিক স্কুলের হাল বেহাল, ফাটল ধরেছে দেয়াল সহ ছাদে, যেকোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কায় অভিভাবকরা, ভারপ্রাপ্ত শিক্ষককে জানিও কোন কাজ হচ্ছে না,স্কুলের বেহাল অবস্থার কথা স্বীকার করে নেন ভারপ্রাপ্ত শিক্ষক গুরুপদ বেরা। স্কুলে বর্তমানে প্রায় ২২৫ জন ছাত্রছাত্রী ৬ জন শিক্ষক। লেখাপড়ার মান ভালো হলেও স্কুলের ফাটল দেখে আতঙ্কে অভিভাবকরা। তাকি বারবার জানিয়েছো বলেও তিনি জানিয়েছেন। তবে তিনি বলেন বিভিন্ন অধিকার কে জানিও কাজ হচ্ছে না তিনি অসহায়। উল্লেখ্য ১৯৩৯ সালে এই স্কুলটি গড়ে ওঠে, পরবর্তীকালে ১৯৪২সালের সরকার অনুমোদন লাভ করে, এই স্কুলটি কড়ি বর্গা অর্থাৎ কাঠের এর উপরে ইটের খোওয়া দিয়ে ঢালাই দেওয়া হয়, পরবর্তীকালে সেই ঢালাই এর উপরেই গড়ে ওঠে দোতলা আজও পর্যন্ত কোন সংস্কারের নাম নেয়নি সরকার, বর্তমানের সেই পুরানো ঘর থেকে ইট খসে,প্লাস্টার খসে পড়ছে চতুর্দিকে ফাটল, যদিও বা নতুন করে একটি ঘর পাওয়া গিয়েছে তা ছাত্র-ছাত্রী পড়াবার পক্ষে খুবই ছোট বারবার শিক্ষা দপ্তর কে জানিও কোন কাজ হচ্ছে না। যদি স্কুল সংস্কার না হয় তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের। #south24pargana #breakingnews #newstoday #gangasagar #viralnews #banglanews #newslive #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?