KOLKATA: একাডেমি অফ ফাইন আর্টসে, ৩৫ জনের একটি গ্রুপ প্রদর্শনী দর্শকদের মন কাড়লো | U Bangla TV

KOLKATA: একাডেমি অফ ফাইন আর্টসে, ৩৫ জনের একটি গ্রুপ প্রদর্শনী দর্শকদের মন কাড়লো | U Bangla TV

Jul 27, 2023 - 17:04
 0  6

বিভিন্ন কাজের মধ্য দিয়েও যে শিল্পকে বাঁচিয়ে রাখা যায় এবং  কারো কাছে শিক্ষা না নিয়েও নিজের চেষ্টায় শিল্পকে মানুষের সামনে তুলে ধরা যায়, সেটাই প্রমাণ করে দিলেন, একাডেমি অফ ফাইন  আর্টসের ৩৫জনের একটি নতুন গ্রুপ।  

দেড় বছরের পথচলা নিয়ে  ডেক্সটার  এর  উদ্যোগে  এই ধরনের ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেন। এবং আস্তে আস্তে এই সকল শিল্পীদের মনে উৎসাহ যোগাচ্ছেন, এবং যারা এই  প্রদর্শনী দেখতে আসছেন, তারাও অবাক হয়ে যাচ্ছেন ,যে সত্যিই কি না হয় ,মানুষের প্রচেষ্টা, ছেলে মেয়েদের আগ্রহ অনেক কিছু করে দেখাতে পারে।  তুলি ও রঙের টানে  সারা বিশ্বের সব কিছুকে কাছে টেনে আনতে পারে।  আজ এই সকল ছোট ছোট ছেলে মেয়েরা প্রমাণ করে দিলেন। 

ডেক্সটারের উদ্যোগে, ২৫ শে জুলাই মঙ্গলবার, কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে বেশ কয়েকজন বিশেষ অতিথিদের উপস্থিতিতে এবং ৩৫ জন নতুন শিল্পীদের নিয়ে নর্থ গ্যালারিতে একটি প্রদর্শনী শুভ সূচনা হয়।, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রশিল্পীরা, উপস্থিত ছিলেন তাপস সরকার ,পার্থ ঘোষ, দিনোনাথ সাহা, অনুপম মন্ডল, পিয়ালী গাঙ্গুলী ,দেবায়ন পরামানিক, সুব্রত দাস ,পার্থ কর প্রমুখ। 

প্রদীপ প্রজ্বলনের  এর মধ্য দিয়ে  এই প্রদর্শনীর শুভ সূচনা হওয়ায় এরপর প্রত্যেক অতিথিকে ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।  সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সবাই একই কথা বলেন ,আমরা সত্যিই গর্বিত এই সকল ছেলেমেয়েদের আগ্রহ দেখে, যারা শিক্ষকদের কাছে শিক্ষা না নিয়েও এই ধরনের ছবি এঁকে এবং দর্শকের সামনে তুলে ধরেছেন। সত্যিই অবাক করে দিয়েছে, আমরা ভাবিনি আগে । এই  প্রদর্শনী  সত্যিই  কিছু জিনিস শিখিয়ে দিলো,  আমাদেরকে অনুপ্রাণিত করলো। আমরা এই সকল ছেলে-মেয়েদের পাশে আছি। যদি কারো কিছু দরকারে আমাদের লাগে আমরা অতি অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

এই প্রদর্শনী শুধু কলকাতার ছেলে মেয়েরা নয়, বাংলাদেশ, নেপাল, ফ্রান্সের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেছেন, এমনকি এদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন সুদূর মালদা থেকে এক শিল্পী। আজ একটি লাইভ এর মধ্য দিয়ে দর্শকদের অনুপ্রাণিত করলেন। 

এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন,, ইশিকা মুখার্জী, নীল ব্যানার্জী, প্রীতম দাস, দেব জিৎ চক্রবর্তী, ঈপ্সিতা চ্যাটার্জী, রিমি চক্রবর্তী, সমিরন পরামানিক, দেবজিৎ কর, বরুণ দত্ত ,উৎসব সাউ, সৌগত নন্দী, সুমন্ত দাস, সুচিস্মিতা মজুমদার, সিঞ্চন দাস, নির্মাল্য ব্যানার্জি, নন্দিনী চ্যাটার্জী, হিন্দোল চক্রবর্তী, রাজু নাগ, সুদেষ্ণা, সৌরশমি মিত্র এবং অন্যান্য শিল্পীরা। এই প্রদর্শনী চলবে ২৫ শে জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত ,প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত,  সকল দর্শক ও শিল্পী অনুরাগী মানুষদের জন্য এই প্রদর্শনী দেখার সুযোগ থাকছে এবং তাদের মতামত আমাদের একান্ত প্রয়োজনীয়। সবার মতামত, শিল্পীদের এগিয়ে চলার পথ আপনারাই পারেন শিল্পীদের মনোবল  বাড়াতে ও সহযোগিতার হাত বাড়াতে ।  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow