Siliguri : ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু : U Bangla TV

Siliguri : ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু : U Bangla TV

Feb 2, 2024 - 19:06
 0  2

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এনএফ রেলওয়ের প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকোর উদ্বোধন করা হল শিলিগুড়ি জংশনে। শুক্রবার শিলিগুড়ি জংশনের ড্রিজেল লোকো সেডে এন এফ রেলওয়ের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে রেলের ইলেকট্রিক প‍্যাসেঞ্জার লোকোর যাত্রা শুরু হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আর এম কাটিহার সুরেন্দ্র কুমার সহ রেলের একাধিক আধিকারিকরা। সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকোর যাত্রা শুরু হল। এই যাত্রা যাতে শুভ হয় তার জন্য পূজার্চনাও করা হয়। পাশাপাশি কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়। কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার জানান, কেন্দ্র সরকারের তরফে চারিদিকে রেলের উন্নয়ন করা হচ্ছে। এই উন্নয়নকে সামনে রেখে চারিদিকে ইলেট্রিফিকেশন করা হচ্ছে। সরকারের লক্ষ্য রেলে একশো শতাংশ ইলেক্টিফিকেশনের। সেই লক্ষ্যে ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকোর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগে প্যাসেঞ্জার ট্রেনের ইলেকট্রিক লোকো ইঞ্জিন ছিল না। অন্য ইঞ্জিনের ওপর নির্ভর করতে হত। শিলিগুড়িতে প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকো এসেছে এটা খুব গর্বের বিষয়। এভাবেই রেল এগিয়ে যাবে। জানা গিয়েছে, পরীক্ষা মূলক ভাবে ৮ টি পথ দিয়ে ঘুরে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে। এই ইঞ্জিন তৈরি করতে প্রায় সাড়ে ১১ কোটি টাকা খরচ হয়েছে | #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow