২০০ বছর ধরে কুমরো দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করছে এক পরিবার
২০০ বছর ধরে কুমরো দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করছে এক পরিবার
কুমরো থেকে তৈরি হচ্ছে বাদ্যযন্ত্র , কি অবাক হচ্ছেন , তাও কিন্তু একদুদিন নয় প্রায় ২০০ বছর ধরে তৈরি হয়ে আসছে এই যন্ত্র। কি সেই যন্ত্র কোথাই বা পাওয়া যায় কে নিয়ে তোমরা কথা বলবে আমাদের বিশেষ এই প্রতিবেদনে । ভারতে মিরাজের সিতার নির্মাতারা প্রায় 200 বছর ধরে কুমড়োর থেকে বাদ্যযন্ত্র তৈরি করে আসছে। পরিবারটি সাত প্রজন্ম ধরে এই উচ্চমানের হস্তনির্মিত বাদ্যযন্ত্র তৈরি করে আসছে। এই পরিবার কুমরোর ছাল থেকে সুন্দর ভাবে প্রশেস করে তৈরি করছেন এক সুন্দর বাদ্যযন্ত্র।এই পরিবারটি তানপুরা তৈরির জন্য পরিচিত,একটি স্ট্রিং যন্ত্র যা শাস্ত্রীয় গায়কদের দ্বারা নিখুঁত সুর খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। এই বহুল প্রচলিত বদ্যযন্ত্র শাস্ত্রীয় সংগীত এর অবিচ্ছেদ্দ অংশ হলেও এখন আধুনিক ইলেকট্রনিক বাদ্যযন্তের রমরমা বাজারে কোথাও হারিয়ে যাচ্ছে এই হাতে তৈরি প্রাচীন বাদ্যযন্ত্র। #newstoday #news #newsvideo #curentaffairs #musicalinstrument @ubanglatvofficial
What's Your Reaction?