স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ফ্লাইট নিষিদ্ধ করলো ফ্রান্স
স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ফ্লাইট নিষিদ্ধ করলো ফ্রান্স
ট্রেনে আড়াই ঘণ্টায় পৌঁছানো যায়, এমন স্বল্প দূরত্বের গন্তব্যের ক্ষেত্রে বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। দুই বছর আগে পাস হওয়া একটি আইনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী ক্লেমেন্ট বিউন।এক বিবৃতিতে ক্লেমন বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর ক্ষেত্রে এটি একটি প্রয়োজনীয় উদ্যোগ।ট্রেনে আড়াই ঘণ্টায় যাওয়া যায়, এমন দূরত্বের সব গন্তব্যেই এখন বিমান চলাচল নিষিদ্ধ। তবে প্যারিসের সঙ্গে কয়েকটি শহরের সঙ্গে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে, তাও বিশেষ ব্যবস্থায়।এয়ারলাইন্স ফর ইউরোপের অন্তবর্তীকালীন প্রধান লরেন্ট ডনসিল বলেন, সরকারের উচিত কার্বন নিঃসরণ বন্ধের বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া। তবে এই সিদ্ধান্তের সমালোচনাও হচ্ছে বিভিন্ন মহলে #france #airlines #europe #curentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?