স্বল্পমূল্য গণেশ মূর্তি বিক্রি করে ব্যবসায়ীদের সাহায্যে মৃৎ শিল্পীরা
দ্রব্যমূল্য বেড়েই চলেছে দিনের পর দিন। কমার নাম নেই ! তবে মালদার বাজারে ধরা পড়লো এক অন্য ছবি। মাত্র ৫০ টাকায় গণেশ ঠাকুরের মূর্তির বিক্রি করতেই এখন ব্যস্ত মৃৎশিল্পীদের অনেকেই। একদিন পরেই রাজ্য জুড়েই পালিত হবে পয়লা বৈশাখ, বাংলার নববর্ষের শুরু। এই উৎসব মূলত ব্যবসায়ীদেরই জন্যই। যে কোনও ধরনের ব্যবসায়ীরা গণেশ মূর্তি পূজা করেন এই দিন। যদিও এই মূর্তি এখন রেডিমেড ধাঁচেই বিক্রি হচ্ছে মালদা শহরের বিভিন্ন জায়গার বাজারে। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সামান্য দামেই গণেশ ও দেবী লক্ষীর মূর্তি বিক্রি করছেন বলে জানিয়েছেন মৃৎশিল্পী মিনতি পাল ও সাগর পাল। করোনা সংক্রমনের পর থেকেই সবকিছু ওলোট-পালোট হয়ে গিয়েছে। নববর্ষের স্বাদ থাকলেও, সেই ব্যবসায় কাটছাঁট করেছেন বহু বিক্রেতারাই। যে যেমন বায়না দিয়েছেন সেইভাবেই মূর্তি নির্মাণ করে দিচ্ছেন মৃতশিল্পীরা। এতে লোকসান হলেও ব্যবসায়ীদের মন রাখতে পারছেন তারা। #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?