অক্ষয় তৃতীয়াতেও ব্যবসায়ীরাও হালখাতার পুজোয় মেতে উঠেন
রাজ-রাজাদের ঐতিহ্য মেনেই দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েই বাংলার বছর শুরু করেন বর্ধমানবাসী। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়াতেও ব্যবসায়ীরাও হালখাতার পুজোয় মেতে উঠেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সর্বমঙ্গলা মন্দিরে ভক্ত সমাবেশে ফলে তিল ধারণের জায়গা নেই।
বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। মা সর্বমঙ্গলাকে রাঢ় বঙ্গের দেবী বলা হয়। যে কোনও শুভ কাজ শুরুর আগে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন বর্ধমানের বাসিন্দারা। তাই পয়লা বৈশাখের পরে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে। #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?