সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
আজ ১৩ মে, কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালে মাত্র ২১বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। আজ তরুন কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর ৭৬ বছর পরেও এখনো আমাদের ছাড়া কবিতার বইয়ের সংগ্রহশালায় উজ্জ্বল উপস্থিতি জানান দেয় সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সংগ্রহ। সুকান্ত ভট্টাচার্যের লেখা যে স্পর্ধা যে উদ্দীপনা বা জীবনমুখী ধারা দেখা গেছিল তার পরবর্তী খুব কম লেখকের মধ্যে। আশেপাশের সব অতি সাধারন বিষয় ও তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে। এছাড়াও দারিদ্র থেকে পুঁজিবাদের লড়াই কিংবা বিপ্লবের স্বপ্ন সবই তার কবিতার বিষয়বস্তু ফুটে উঠেছে তার কবিতা শৈলীর মধ্যে। মাত্র ২১ বছরের জীবনে মাত্র ছয় বছর তিনি তার কবিতা দিয়ে সমৃদ্ধ করেছেন সমাজকে। শুধুমাত্র কবি হিসেবেই না প্রাবন্ধিক গীতিকার ও সমাজ সংস্কারক হিসাবে বাঙালির মনে এখনো তিনি রয়ে গিয়েছেন।
What's Your Reaction?