Tripura : সরকারি দোকানে প্লাস্টিকের চাল আতঙ্কিত এলাকাবাসী |
খাবারে কোন কোন সময় ভেজাল থাকে তা সকলেরই জানা রয়েছে ,কিন্তু তাও আবার সরকারি খাদ্যে ভেজাল ! দীর্ঘদিন ধরে ত্রিপুরার বিভিন্ন রেশন দোকানে সরকারি চালের সাথে প্লাস্টিকের চাল পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত খাদ্য দপ্তর কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। ঠিক একইভাবে ত্রিপুরা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীবাস সরকার সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল এনে দেখেন চালগুলো প্লাস্টিকের । একথা মুহুর্তের মধ্যেই গোটা কাঞ্চনমালা এলাকায় ছড়িয়ে পড়তেই মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। শ্রীবাস সরকার জানিয়েছেন, সরকার মানুষের স্বার্থে ফ্রি চালের ব্যবস্থা করেছেন, কিন্তু সরকারি ন্যায্য মূল্যের দোকানে ফ্রি চালে যদি প্লাস্টিক চাল মিশ্রিত থাকে সেই চালের ভাত খেলে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে, শ্রীবাস সরকার ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, সরকার যেন চালের এই প্লাস্টিক মিশ্রিত কালোবাজারি বন্ধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?