Purbo bardhoman : অঙ্গনওয়াড়ি কেন্দ্রর অব্যবস্থা ঘিরে ক্ষোভ প্রকাশ অভিভাবক অভিভাবিকাদের |
চৈত্রের তপ্ত রোদে দগ্ধ গোটা দক্ষিনবঙ্গ।সকাল থেকেই প্রখর রোদ সকাল থেকেই প্রখর রোদ নাকাল শিশু থেকে প্রবিন সকলে ।আর সেই পরিস্থিতির মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অবিভাবকরা। সোমবার সেই ছবি ধরা পরলো uবাংলা tvর পর্দায়, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে শুশুনিয়া পঞ্চায়েতে ২৭০নম্বর কালুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ঘরে শিশুদের পঠন পাঠন চলে সেই ঘরেই শিশুদের পাশেই গ্যাস জ্বালিয়ে চলছে রান্না।এমনিতেই যা গরম পরেছে ,তার উপর একিই ঘরে রান্না ও শিশুদের পঠন পাঠন চলছে ,নেই আলাদা কোনো ক্লাসরুম ।এই অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিশুদের অবিভাবক অবিভাবিকারা। #youtube #bardhaman #purbobardhman #bardhman_news @ubanglatvofficial
What's Your Reaction?