শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাকা ধান, হতাশ গলসির চাষিরা

May 2, 2023 - 19:03
 0  3

কয়েকবছর ক্ষতির পর এবারের বোরো চাষে ধানের ফলন দেখে মুখে হাসি ফুটেছিল গলসি ও বর্ধমান উত্তর সহ বিভিন্ন এলাকার চাষিদের। সোনার ফসল তুলতে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সেই ধান কাটাও শুরু হয়েছিল। তবে সেই হাসির আর শেষ রক্ষা হল না। দুদিন আগে আচমকা ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠের জমিতেই ঝড়ে গেল পাকা ধান। মাঠ জুড়ে এখন শুধু হাহাকার।  এখন ধান জমিতে দাড়িয়ে আছে শুধু ধানবিহীন গাছ। যা দেখে হতাশ গলসির চাষিরা। ওই ধানগাছ কাটলে তাতে যা ধান বের হবে সেই দিয়ে কাটার খরচও বের হবেনা এমনই দাবী চাষিদের। তাছাড়াও জমিতে দাড়িয়ে রয়েছে জল। একদিকে ব্যাংকের ও মহাজনের ঋণ ওন্যদিকে বাড়িতে খাবারের চিন্তা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না এলাকার চাষিরা। এমন অবস্থায় ব্যাংকের ঋণ মকুব ও সরকারি সাহায্যের আবেদন করছেন চাষিরা। #youtube #bardhaman #bardhman_news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow