সম লিঙ্গে বিয়ের বিরোধিতা করে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন
পুরুষের সঙ্গে পুরুষের বিবাহ, মহিলার সঙ্গে মহিলার বিবাহ, সমলিঙ্গের বিবাহ'এর বিরোধিতা করে আগরতলা অফিসলেনের পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রতিবাদ পত্র পাঠালেন বিশ্ব হিন্দু পরিষদ। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শংকর রায় সহ অন্যান্যরা। তিনি বলেন, সুপ্রিমকোর্টের বিচারপতি একটা আইন পাস করতে যাচ্ছে, পুরুষে-পুরুষে বিবাহ, মেয়ে-মেয়ে বিবাহ এটা ভারতবর্ষের সংস্কৃতির বাইরে।১৯৫৪-এ যে ম্যারেজ অ্যাক্ট আছে, এই ম্যারেজ অ্যাক্টে এতদিন ধরে আমাদের সংবিধান চলছে। কতগুলি কুচক্রী মানুষ সুপ্রিমকোর্টে একটি এপ্লিকেশন করেছে সমলিঙ্গের বিবাহের জন্য।এটাকে যাতে রোধ করা হয় তার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে এই সমলিঙ্গের বিবাহের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের বিচারপতির কাছে এক প্রতিবাদ পত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?