South 24 PGS : রাস্তা তৈরীর এক মাসের মধ্যেই রাস্তায় ফাটল যার জেরে বিক্ষোভ এলাকার বাসিদের
দক্ষিণ ২৪ পরগনায় গঙ্গাসাগরে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার মাধ্যমে কৃষ্ণনগর বাজার থেকে সামন্ত পাড়া পর্যন্ত ৪ কিলোমিটার ৭৮০ মিটার রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই রাস্তায় ধরেছে ফাটল যার জেরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা। এলাকার মানুষদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কন্টাকটার রাস্তা তৈরি করার ফলেই এমন ঘটনা অন্যদিকে সেই ফাটল মেরামত করতেই রাতারাতি সিমেন্ট এর প্রলেপ দেওয়ার চেষ্টা কন্টাক্টরের। রাতে ক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা। এ বিষয় নিয়ে কন্টাকটার কে জিজ্ঞেস করা হলে তিনি জানান ,ফাটল রাস্তা দিয়ে নাকি জল ঢুকে রাস্তা আরো খারাপ হবে, তাই রাতারাতি সিমেন্ট দিয়ে ভরাট করা হয়েছে। অন্যদিকে এই বিষয় নিয়ে জিভিডি এর চেয়ারম্যান সন্দীপ পাত্র কে জিজ্ঞেস করা হলে তিনি জানায় এর আগের কন্টাকটার রাস্তা তৈরিতে একাধিক দুর্নীতিতে যুক্ত ছিল তাই তার টেন্ডার বাতিল করা হয় অন্যদিকে বর্তমানে যিনি টেন্ডার নিয়ে কাজ করেছেন এখনো পর্যন্ত রাস্তার কাজ সমাপ্ত হয়নি। এবং যে জায়গা ভেঙে গেছে অবশ্যই মেরামত করা হবে। তবে এই বিষয়ে স্থানীয় মানুষদের আরো অভিযোগ রাস্তার জন্য ব্যবহার করা হয়েছে অপক্ত বাস যার জেরে সাইডের মাটি সরে গিয়ে সহজেই ধস নামছে রাস্তায়। কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই রাস্তা এক মাস যেতে না যেতেই এইভাবে ধস নেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা। #youtube #south24pgs #south24pargananews @ubanglatvofficial
What's Your Reaction?